Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২৪

পলিথিন বিরোধী অভিযান অব্যাহত, জরিমানা ও পলিথিন জব্দ; চট্টগ্রামে পলিথিন, পাহাড় কাটা রোধ এবং হাতি সংরক্ষণে সচিবের সভা:

2024-11-06

পলিথিন বিরোধী অভিযান অব্যাহত, জরিমানা ও পলিথিন জব্দ;
চট্টগ্রামে পলিথিন, পাহাড় কাটা রোধ এবং হাতি সংরক্ষণে সচিবের সভা:

ঢাকা, ৬ নভেম্বর:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ ঘোষণা মোতাবেক পরিবেশ অধিদপ্তর সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এ অভিযানে ০৬টি মোবাইল কোর্ট ১৩টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে এবং ১১৮ কেজি পলিথিন জব্দ করেছে।

সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নিউমার্কেট ও কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে তিনটি প্রতিষ্ঠানকে ৮,০০০ টাকা জরিমানা আদায় এবং ২৩ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ চট্টগ্রামের সার্কিট হাউসে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা করেন। সভায় পাহাড়কাটা, বন সংরক্ষণ, হাতি সংরক্ষণ, এবং পলিথিন/পলিপ্রোপাইলিন ব্যাগ ব্যবহার রোধে আলোচনা হয়। সভায় বিভাগীয় কমিশনার, প্রধান বন সংরক্ষক, জেলা প্রশাসক, চট্টগ্রামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সচিব আকবরশাহ এলাকার পাহাড় কর্তনের স্থান এবং সুপার মার্কেট পরিদর্শন করেন, যেখানে পলিথিন ব্যাগ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

শ্রদ্ধান্তে,
দীপংকর বর,
জনসংযোগ কর্মকর্তা,
হোয়াটসঅ্যাপ: ০১৭১০৯২৯৫৯৬